আমার ফোনে একটা সমস্যা আছে।আর সেটা হচ্ছে, যখন আমি (((( opera mini/facebook/UC mini/share/flexiplan /MX Playar /games/ বা যেকোনো apps...তাছাড়া যতো প্রকার নেট কানেকসন আছে)))) যদি আমাকে কেউ কল দেয় বা মিসড কল দেয় আর সেই সময় যদি আমি উপরের ওইগুলোর যেকোনো একটাতে থাকি।তাহলে কলটা আসার পরেই সরাসরি কেটে যায়।ফোনের হোম পেজে চলে আসে।কিন্তু কেনো? এভাবে কল আসলে আবার নতুন করে ওইগুলোতে ঢুকতে হয়। কেনো এমন হয়।এটার জন্য খুব সমস্যায় আছি। কোনো কাজ করতে গেলে অর্ধেক হয়েছে আর সেই সময় কেউ কল দিলো, তবে আবার সেটা নতুন করে করতে হয়।সবার ফোনে এমন হয় না। আমামার ফোনে কেনো হয়। প্লিজ সম্পূর্ণ টা ভালো করে পড়বেন।আর তারপর সঠিক সমাধান দিবেন আশা করি।আমি ফোনের নাম দিয়েছি "Walton primo EF5",,,।অন্য ফোনে না, আমার এই ফোনে কিভাবে এই সমস্যাটা দুর করবো জানাবে।দয়া করে এই ফোনের ব্যাতিত অন্য ফোনের কেউ জানাবেন না।তাড়াতাড়ি উত্তর পেলে অনেক খুশি হইতাম।
Share with your friends
tusarmia80

Call

এই সমস্যার সমাধান আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে, এছাড়া অন্য কোন উপায় নেই।

Talk Doctor Online in Bissoy App