অনেককেই দেখি ফেইসবুকেরর বিভিন্ন গ্রুপে পোস্ট করে এবং পোস্টেরর মধ্যে পেইজেরর নাম লিখে দেয় এবং পেইজেরর নামটি নীল রংগের থাকে।এবং কেউ এই নামটিতে ক্লিক করলেঐ পেইজে ডুকা যায়।আবার অনেককেই দেখি পোস্টেরর নিচে more লেখা থাকে এবং এই moreলেখাতেও ক্লিক করলে পেইজে চলে যায়।আমি জানতে চাচ্ছি এগুলো কিভাবে করে? কেউকি বলবেন আমি কিভাবে এগুলো করতে পারি? বি:দ্র: আমার একটি পেইজ আছে।
Share with your friends
ArfanAli

Call


পেজের লিংক থেকে সর্বপ্রথম অইডি কোড বের করে নিবেন। পেজের লিংক দেওয়ার জন্য এভাবে লিখে পোস্ট করবেন- 
@[ID Code:]. 
কোনো স্পেস দেওয়া যাবে না।
 এখানে ID code এর জায়গায় পেজের কোডটা দিতে হবে যেটা সাধারণত ১৩-১৫ ডিজিটের একটা নম্বর।
 আর see more লিখার জন্য এটা টাইপ করবেন-
 @[ID code:] 
এখানে যা লিখার ইচ্ছা লিখবেন
 @@[0:[ID code:1:see more]] 
কোনো স্পেস দেওয়া যাবেনা
Talk Doctor Online in Bissoy App