Call

শরীয়তে ভাইয়ের অর্থ এইযে,উভয়ের মা এবং বাবা একই অথবা বাবা দুই, মা এক অথবা মা দুই ,বাবা এক।যদি বাবা ও মা উভয়েই ভিন্ন হয়,তবে তারা শরীয়ত অনুসারে ভাইবোন নয়।তাদের সাথে বিবাহ দুরস্থ আছে।তবে যদি নিজ মায়ের দুধপান করে কোনশিশু,তাহলে সে দুধ ভাইবোন হয়েযায়।দুধ ভাইবোনের বিবাহ হারাম। গ্রন্থঃবেহেশতী জেওর(চতুর্থখন্ডঃপৃষ্ঠাঃ3) লেখকঃমাওলানা আশরাফ আলী থানভী(র)। আপনার বর্ননা মতে তাদের নিজ বাবা মা দুজনি আলাদা।উপরোক্ত মাসআলা অনুযায়ী তাদের মধ্যে বিবাহ জায়েজ আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

তারা একে অপরের মাহারাম হবে,এক্ষেত্রে বিবাহ হারাম হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ