অামি নবম শ্রেনীতে পড়ি।আজকাল পড়ালেখাতে মনযোগ দিতে পারছিনা।পড়তে বসলে উঠতে মন চায়না,আবার উঠলে বসতে মন চায় না। কিভাবে নিজেকে সবমসময় মোটিভেট রাখা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলে ভাল হত।সারাদিনের রুটিন নিয়ে কিছু বললে আরও ভাল হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একই অবস্থা আমার ও গত ২ মাস থেকে

আমি এই সমস্যাতে ভুগছিলাম।

আমি প্রায় মাঝে মাঝে অনেক বার ভেবেছি

মনোযোগ দিয়ে পড়বো কিন্ত মনোযোগ আর দিতে

পারি না।

নানা রকম সমস্যা হতে থাকে।

ইচ্ছে আছে কিন্ত কাজে লাগাই না।

তবে গত কাল রাত থেকে কঠর ভাবে প্রতিজ্ঞাবদ্ধ

হয়েছি।

তার জন্য প্রথমে ফেসবুক একাউন্ট  ডিএক্টব করে

রেখেছি।

এবং পড়া শুরু করেছি

আমার এক স্যার বলেছেনঃ কোন কাজ এনাগাড়ে ৭ দিন

করো তাহলে দেখবে তুমি মনযোগী হয়ে গেচো।

আমি গত কাল রাত ৮.১১ পর্যন্ত পড়েছি

এবং ভোর ৬- ৯ টা পর্যন্ত পড়েছি

আজ টার্গেট হলো রাত ১১ টা

আর ভোর ৬ থেকে সকাল ১১ টা

আপনি চাইলে আমার মতো করতে পারেন।

তবে হ্যাঁ প্রথম কাজ হলো লক্ষ্য ঠিক করে নেওয়া

কী করবেন কত ক্ষন করবেন।

সব ঠিক করে নেওয়া।

তার আগে নিজের মন বল বাড়াতে হবে।

নামায পড়তে হবে আল্লাহ্‌ কাছে সাহায্য চাইতে হবে।

রাতে বেলাতে না পড়ে ভোর বেলা পড়ার অভ্যাস করতে

হবে।

রুটিন আপনি নিজে বানিয়ে নিবেন

নিজের মতো করে।

একটানা পড়া উচিত নয় কিছুক্ষণ পড়লেন

একটু হাটাহাটি করলেন নয়তো বা কিছু

খেলেন।

এই ভাবে অভ্যাস  করে নিতে হবে

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি আপনার পড়ায় মনযোগ দিতে সব সময় ইতিবাচক চিন্তা ভাবনা করুন। এবং প্রতিজ্ঞা করুন পড়া না শেষ করে কোথাও যাবেন না বা কিছু খাবেন না। আর হ্যাঁ অবশ্যই হাতের মোবাইল পড়ার সময় বন্ধ রাখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ