আমার চুল পড়ে প্রায় ২ বছর ধরে, যখন থেকে চুল পড়ে তখন থেকেই ত্বকে অনেক খুশকি ও তেল তেলে, আমি চুল তেল দেইনা তবুও তেল তেলে। আমি আমার চুল ক্লিয়ার ম্যান শেম্পু দিয়ে চুল ধুই, ধুয়ার পরে দেখা যায় খুশকি নায়, কিন্তু ১-২ ঘন্টার পরেই দেখা যায় আবার আগের মত অনেক খুশকি। কি করা যায়, আমার মনে হয় ত্বকে খুশকি ও তেল তেলে তাই চুল পড়ছে, এটাই একমাত্র কারণ। আপনারা বিশেষজ্ঞ আছে আপনারাই ভাল যানেন। দয়া করে আপনার এ থেকে কিভাবে আমি মুক্তি পাব তার উপায় যানাবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call
বর্তমানে খুশকি সমস্যার শতভাগ কার্যকরী
চিকিত্সা আছে, একজন চর্ম রোগ বিশেষজ্ঞ
ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
অথবা Dancel শ্যাম্পু সপ্তাহে 3 দিন করে
ব্যবহার করুন, এটি ব্যবহার করা অবস্থায়
অন্য কোন শ্যাম্পু ব্যবহার করা যাবেনা।
1 মাস ব্যবহার করবেন, পাশাপাশি Enovit-E
200mg সকালে 1 টা সন্ধ্যায় 1 টা করে খেতে
পারেন 1 মাস।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ