শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কার্বন ঃ কার্বন অধাতব মৌলিক পদার্থ। বাংলায় নাম অঙ্গার। কার্বনের প্রতীক C এবং পারমাণবিক সংখ্যা ৬। ইলেক্ট্রনিক বিন্যাস হলো ২, ৪। পারমাণবিক ভর ১২.০১১১৫ ও যোজ্যতা ৪। যোজ্যতা সহজ ভাবে দেখানোর সময় সমতলে দেখানো হয়। এগুলি কাল্পনিক ত্রিমাত্রিক সুষম ঘনতল বিশিষ্ট । ফলে কার্বনের যোজ্যতার একটি সুনির্দিষ্ট অবস্থান পাওয়া যায়। যে কোন দুইটি যোজ্যতার মধ্যবর্তী কোণের পরিমাণ হয় ১০৯ ডিগ্রী ২৮ মিনিট। কার্বনের আইসোটোপ তিনটি ও নিউট্রোন সংখ্যা যথাক্রমে ১২ ( ১২C), ১৩ ( ১৩C), ১৪ ( ১৪C )। কার্বন-এর বহুরূপক হলো — হীরক, গ্রাফাইট এবং অনাদার পদার্থ হিসাবে কয়লা এবং কার্বনগুড়ো। সিলিকন ঃ সিলিকন একটি মৌল। এটির আবিষ্কারক হিসেবে ধরা হয় ১৭৮৭ সালে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভয়েশিয়ে প্রথম সিলিকন শনাক্ত করেন। কিন্তু, ১৮২৪ সালে বিজ্ঞানী বার্জেলিয়াসকে মৌল হিসেবে সিলিকন আবিষ্কারের কৃতিত্ত্ব দেয়া হয়। এর প্রতীক Si ও পারমানবিক সংখ্যা 14। জারণ অবস্থা 4, 3 , 2 , 1,-1, -2, -3। তাড়িৎচুম্বকত্ব 1.90 (পলিং স্কেল)। পারমানবিক ব্যাসার্ধ্য empirical: 111 pm। সমযোজী ব্যাসার্ধ 111 pm। ভ্যান ডার ওয়ালেস ব্যাসার্ধ 210 pm। ভর হিসেবে এটি বিশ্বের অষ্টম সর্বাধিক প্রাপ্ত মৌল তবে এটি প্রকৃতিতে খুব কমই বিশুদ্ধ অবস্থায পাওয়া যায়। এটি মূলত ধুলি, বালি গ্রহাণুপুঞ্জ এবং গ্রহসমুহে সিলিকনের অক্সাইড (সিলিকা) বা সিলিকেট আকারে থাকে। পৃথিবীর ভূত্বকের প্রায় ৯০% সিলিকা যৌগে গঠিত এবং এটি পৃথিবীর ভূত্বকে অক্সিজেনের পর দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত মৌল (ভর হিসেবে প্রায় ২৮%)। সিলিকন কক্ষ তাপমাত্রায় কঠিন পদার্থ এবং এর গলনাঙ্ক এবং হিমাংক যথাক্রমে ১৪১৪ এবং ৩২৬৫ ডিগ্রী সেলসিয়াস । এর তরল অবস্থার ঘনত্ব এর কঠিন অবস্থার ঘনত্বের চেয়ে বেশি। কঠিনে পরিনত করা হলে এর আয়তন অন্যান্য পদার্থের ন্যায় হ্রাস পায় না বরং বৃদ্ধি পায়। এই ধর্মটি পানির বরফে পরিনত হওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। এর তাপ পরিবাহকত্ব অপেক্ষাকৃত বেশি যার মান প্রায় ১৪৯ ওয়াট·মি −1 ·কেলভিন −1 বিশুদ্ধ কেলাসাকার সিলিকন ধূসর বর্ণের যার ধাতব দ্যুতি বিদ্যমান। সিলিকন শক্ত, ভঙ্গুর এবং সহজে চেপ্টা করা যায়। কার্বন এবং জার্মেনিয়ামের ন্যায় এটি হীরকের ন্যায় ঘনকাকার কেলাস গঠন করে যার ল্যাটিস দুরত্ব ০.৫৪৩০৭১০ ন্যনোমিটার (৫.৪৩০৭১০ Å ).

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ