ArfanAli

Call
ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এবং তার পর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে।
ইলেকট্রনের অরবিটাল সমূহের শক্তিক্রম:
1s < 2s < 2p < 3s < 3p < 4s < 3d < 4p < 5s < 4d < 5p < 6s < 4f < 5d < 6p < 7s < 5f < 6d < 7p < 8s
Cu এর ইলকট্রন বিন্যাসে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটাল 4s এ প্রবেশ করবে এবং তারপর 3d তে প্রবেশ করবে।
29Cu: 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2
Cu এর সর্বশটষ কক্ষপথে 2 টি ইলেকট্রন আছে তাই এর যোজনী 2
কিন্তু পরবর্তীতে অধিকতর সুস্থিশীল অর্জনের জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে যায়। 3d10 4s1
Talk Doctor Online in Bissoy App