শেয়ার করুন বন্ধুর সাথে
ArfanAli

Call

বেনজিনকে অ্যরোমেটিক যৌগ বলা হয় কারণ হাকেল নিয়ম অনুসারে যেসব জৈব যৌগের গঠন চেপ্ট সমতলীয় বলয়াকার বিশিষ্ট এবং ঐ বলয় গঠনকারী পরমাণুসমূহের (4n+2) সংখ্যক সঞ্চারণশীল π(পাই) ইলেকট্রন দ্বারা আণবিক অরবিটাল সৃষ্টি হয় তাদেরকে অ্যরোমেটিক যৌগ বলে। বেনজিনে n=1 তাই 4n+2 = 4*1+2 = 6, যা দ্বারা বেনজিন বলয়ের সঞ্চারণশীল π ইলেকট্রন সংখ্যা বোঝায় এবং এরা আণবিক অরবিটাল তৈরি করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হাকেলের নিয়ম অনুসারে বেনজিনে 4n+2=পাই সংখ্যক ইলেক্ট্রন রয়েছে । এজন্য বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ