গণিতে কিছুটা Weak আমি। 


শেয়ার করুন বন্ধুর সাথে
BinAzim

Call

না,এটা আপনার ইচ্ছা,আপনি ইচ্ছা করলে নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না, বাধ্যতামূলক নিতে হবে না। যেহেতু আপনি গণিতে অতটা পারদর্শী নন কাজেই আমার পরামর্শ আপনি ঐচ্ছিক বিষয় হিসেবে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

গণিতে দূর্বল হলে বিজ্ঞান বিভাগ নেওয়ার চিন্তা

ভাবনাও করার দরকার নেই আমি বোঝাতে

যাচ্ছি যে যদি এমন ইচ্ছা থাকে যে গণিত এড়িয়ে

বিজ্ঞান বিভাগে পড়ালেখা করবেন তাহলে চিন্তাভাবনা টি

অনেক বড় ভুল এবং অযৌক্তিক।  পদার্থ বিজ্ঞান, রয়াসনে

শত শত হিসাব নিকাশের কাজ রয়েছে। 

উচ্চতর গণিত ছাড়া বিজ্ঞান বিভাগ অনেকটা টিনের ঘরে

ছাদ দেওয়ার মতো। অনেক প্রতিষ্ঠানে উচ্চতর গণিত

ত্বতীয় বিষয় ফিক্সড করা, তবে নিয়ামাবলি অনুসারে

পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান ও উচ্চতর গণিত হতে যে কোনোটি

ফোর সাবজেক্ট হিসাবে নির্বাচিত করা যাবে। 

# উচ্চতর গণিত সাবজেক্ট টি ২০১৬ সালের পর থেকে

কোনো ভাবেই বাদ দেওয়া যায় না, মূল সাবজেক্ট নতুবা

ফোর সাবজেক্ট যে কোনো একটিতে রাখতে হবেই। 

এখন চিন্তা ভাবনা করে দেখুন, কোন বিভাগ নিবেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ