Arman

Call

১. প্যারিচাঁদ মিত্র- আলালের ঘরের দুলাল ২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- বিষবৃক্ষ, দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা ৩. মীর মশাররফ হোসেন- বিষাদসিন্ধু ৪. রবীন্দ্রনাথ ঠাকুর- গোরা, চোখের বালি, যোগাযোগ, শেষের কবিতা ৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- চরিত্রহীন, দেবদাস, শ্রীকান্ত, শেষপ্রশ্ন ৬. বেগম রোকেয়া- মতিচূর, সুলতানার স্বপ্ন ৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়- আরণ্যক, অপুর সংসার, পথের পাঁচালী, চাঁদের পাহাড় ৮. মানিক বন্দ্যোপাধ্যায়- পদ্মানদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, চিহ্ন, অহিংসা ৯. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়- হাঁসুলি বাঁকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, কবি, আরোগ্য নিকেতন ১০. জীবনানন্দ দাশ- কারুবাসনা, মাল্যবান ১১. কাজী নজরুল ইসলাম- মৃত্যুক্ষুধা ১২. হরপ্রসাদ শাস্ত্রী : বেনের মেয়ে ১৩.কমলকুমার মজুমদার- অন্তর্জলী যাত্রা, সুহাসিনীর পমেটম, নিম অন্নপূর্ণা ১৪. অদ্বৈত মল্লবর্মণ- তিতাস একটি নদীর নাম ১৫. বুদ্ধদেব বসু- রাত ভর বৃষ্টি, তিথিডোর ১৬. সমরেশ বসু- প্রজাপতি, গঙ্গা, মোক্তার দাদুর কেতু বধ ১৭. কাজী ইমদাদুল হক- আবদুল্লাহ ১৮. সৈয়দ ওয়ালিউল্লাহ- লালসালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবশ্যা ১৯. শওকত ওসমান- ক্রীতদাসের হাসি, জলাঙ্গী ২০. আশাপূর্ণা দেবী- সুবর্ণলতা, প্রথম প্রতিশ্রুতি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১.ম্যাক্সিম গোর্কি-মা। ২.বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়-পথের পাঁচালী। ৩.জহির রায়হান-আরেক ফাল্গুন। ৪.সেলিনা হোসেন-কাকতাড়ুয়া। ৫.সৈয়দ ওয়ালিউল্লাহ-লালসালু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ