শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নিঃসন্দেহে, প্রেমিক জীবন থেকে প্রেমহীন জীবন ভালো। পৃথিবীতে ততদিন পর্যন্ত আপনি আপনার পরিবার

 ও আত্নীয় -

স্বজনদের কাছে ভালো থাকবেন যতদিন আপনি

প্রেমহীন জীবন কাটাতে পারবেন। ঝামেলামুক্ত জীবন 

কাটাতে চাইলে কোনদিন প্রেম করবেন না।

আর আমাদের ইসলাম ধর্মে, বিয়ের পূর্বে আপনি

 কোন  একটা বয়সে উপযুক্ত

মেয়ের সাথে প্রেম করাতো দূরের কথা তার 

চেহারা দেখা ও  নাজায়েজ।

প্রেম করলে বিয়ের পরে স্ত্রীর সাথে করুন।

তাকে হারানোর কোন

ভয় থাকবেনা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

প্রতিটি বিষয়েরই একটি উপযুক্ত সময় থাকে। আমার এটা

বলে কোনো লাভ হবে না /কেউ হয়তো অনুসরণ করবে না

তবুও বলতেই হবে যে,  বিবাহ পূর্বক girl friend <> boy friend

সম্পর্কটি সর্বদিক বিবেচনা করে বলা যায় যে এমন সম্পর্ক

না করাই ভালো। স্বাধীন জীবন উপভোগ, অর্থের অপচয় রোধ,

কষ্ট না পেতে চাইলে এবং নিজের সম্মান কে এগিয়ে

নিতে হলে আপনিকে বিবাহপূর্বক সকল অনৈতিক

সম্পর্ক থেকে দুরে থাকতে হবে।

আপনার প্রশ্নের উত্তর এক কথায় 'প্রেমহীন জীবন ভালো'

# প্রেম না করলে....

  • টাকা পয়সা খরচ করতে হবে না খুব একটা।
  • মানষিক অশান্তিতে ভুগতে হবেনা। দিন রাত ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া করে মাথার তার ছিঁড়তে হবেনা।
  • মোবাইলে অতিরিক্ত ব্যালেন্সের প্রয়োজন নেই। 
  • কোন প্রকারের গিফট কিনতে প্রচুর অর্থ চাহিদা দরকার হবে না।
  • রাতে শান্তিমত ঘুমাইতে পারবেন, পড়াশোনায় মনোযোগি থাকবেন।
  •  বন্ধু-বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে
  • মিথ্যা কথা বলতে হবে না
  •  প্রেম, ভালবাসা একটু আবেগিয় ব্যাপার. মান অভিমানে হাত কাটা, সুইসাইড করার প্রবোনতা থাকতে পারে, যদি নাই করেন তবে অকাল প্রয়াত হবার সম্ভাবনা নাই
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ