সেটা তার কাজের উপর ডিপেন্ট করে তবে ভালো কাজ করলে ২০-৩০ হাজার ইনকাম করতে পারবে আরো বেশী আয় করতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

০ থেকে অসীম পর্যন্ত।

অনলাইনে কাজ করার ক্ষেত্রে কারো ডিগ্রী দেখা হয়না, দক্ষতা দেখা হয়।


তার পোর্টফলিও আকর্ষণীয় হলে ক্লায়েন্ট তাকে পছন্দ করবে, কাজ করিয়ে সন্তুষ্ট হলে ক্লায়েন্ট বারবার তাকেই হায়ার করবে। একইসাথে তার রেটিং বাড়তে থাকবে, ফলে সে আরও নতুন নতুন কাজের অফার পাবে। গুনগত মান অব্যাহত থাকলে একটা সময় তার মাসিক আয় লাখ টাকাও ছাড়াতে পারে।

কিন্তু সবার ভাগ্য অতটা ভালো হয়না, বেশিরভাগ ক্ষেত্রেই নতুন ফ্রিল্যান্সারদের ধৈর্যচ্যুতি বা মতিভ্রম ঘটে।

কত টাকা আয় করবেন এই চিন্তা করে লাভ নেই, এর কোনো সঠিক উত্তর নেই। অনলাইনেও কাজের পিছনে দৌড়াতে হয়, ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে একই কাজ ভিন্নভাবে বারবার করতে হয়। সব মিলিয়ে অনলাইনের কাজ আর দশটা কাজের মতই ঝামেলার এবং জটিলতায় পরিপূর্ণ। যারা খাপ খাইয়ে নিতে পারে, তারাই প্রতিষ্ঠিত হয়ে যায়।


আবারও বলছি, টাকার অঙ্ক অনির্দিষ্ট। গড় হিসেবের দিকে নজর দিয়ে লাভ নেই... ১০০০ টাকা আয় করা ব্যক্তি আর ১০ লাখ টাকা আয় করা ব্যক্তির সম্মিলিত গড় আয় ৫,০০,৫০০ টাকা-- এথেকেই বুঝে নিন, গড়পড়তার হিসেব আদৌ কোনো পরিষ্কার ধারনা দেয় কি না।

Talk Doctor Online in Bissoy App