শেয়ার করুন বন্ধুর সাথে
Call

**মোবাইল ও পিএসটিএন গ্রাহক সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে মোবাইল গ্রাহক সংখ্যা ১০ কোটি ৯১ লক্ষ। পিএসটিএন গ্রাহক সংখ্যা প্রায় ১৩ লক্ষ ২৩ হাজার এ উন্নীত হয়েছে। **বর্তমানে দেশের টেলিডেনসিটি প্রায় ৭৩.৫৫% এবং ইন্টারনেট ডেনসিটি প্রায় ২৪% । বেসরকারি খাতে ৬টি প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স প্রদান করা হয়েছে। **মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) উৎক্ষেপনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৭-১৮ সালের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপন বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা যায়। **বর্তমান সরকারের আমলে মোট ০৫ টি সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানকে 3G লাইসেন্স প্রদানের অনুমোদন দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো - ১। গ্রামীণ ফোন লিমিটেড ২। রবি আজিয়াটা লিমিটেড ৩। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড ৪। এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং ৫। টেলিটক বাংলাদেশ লিমিটেড। ইন্টারনেট ব্যান্ডউইথের চার্জ প্রতি এমবিপিএস ২৭০০০/- টাকা হতে কমিয়ে ৪৮০০/- টাকায় নির্ধারণ করা হয়েছে। **ইনফোবাহন প্রকল্পের আওতায় দেশের ৭টি বিভাগীয় শহরসহ ৫৬টি জেলা ও কয়েকটি উপজেলায় মোট ৪৫০০ কি:মি: অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক ও ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। **মাঠ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করা হয়েছে। উপজেলা পর্যায়েও ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপনের কাজ চলছে। **ইউনিয়ন তথ্যপ্রযুক্তিকেন্দ্রের জন্য ইতোমধ্যে ৯৩টি উপজেলার ১০৮টি ইউনিয়নে প্রায় ৮৫০ কিমি অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে। ‘‘১০০০টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক উন্নয়ন’’ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৬৪ টি জেলায় ৯৮ টি উপজেলা হতে ১০০৬ টি ইউনিয়নে প্রায় ১১,০০০ কি: মি: অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হবে। ** বিটিসিএল থেকে বিটিসিএল টেলিফোনে সারাদেশে কল চার্জ একই রেট (দিনে প্রতি মিনিট ৩০ পয়সা, রাতে প্রতি মিনিট ১০ পয়সা ) করা হয়েছে । বিটিসিএল এর টেলিফোনে একইসাথে সাশ্রয়ী মূল্যে (256 kbps - 300/-) ব্রডব্যান্ড ইন্টারনেট (ADSL) ব্যবহারের জন্য দেশের বিভাগীয় ও অধিকাংশ জেলা শহরে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, ফলে টেলিফোন গ্রাহকগণ আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থাসহ অত্যন্ত সুলভে তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারছেন। *** ২৫টি দুর্গম পার্বত্য উপজেলাসহ ৪২৫ টি উপজেলা ইতোমধ্যেই টেলিটকের নেটওয়ার্কের আওতায় এসেছে। শীঘ্রই ৪৪৮টি উপজেলা টেলিটকের নেটওয়ার্কের আওতায় আসবে বলে আশা করা যায়। টেলিটকের প্রযুক্তিগত সহায়তায় এসএমএস এবং ইন্টারনেটের মাধ্যমে প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি/সমমান সকল বোর্ড, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক সমাপনী পরীক্ষা, মেডিকেল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। টেলিটকের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে ৩২ টি বিশ্ববিদ্যালয়, ৪০০ কলেজ, ৭০ টি মেডিকেল কলেজসহ মোট ৫০২ টি প্রতিষ্ঠানের ১৪,০০,০০০ জন ছাত্র/ছাত্রী এসএমএস পদ্বতিতে শুধুমাত্র ২০১২ সালেই প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ ও ফি প্রদান করেছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে টেলিটকের সহায়তায় এক যুগান্তকারী অধ্যায় সূচিত হয়েছে। বিসিএস চাকুরির জন্য টেলিটক অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে আবেদন জমা, ফি গ্রহণ এবং ফলাফল প্রদান পদ্ধতি চালু করেছে। ** ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ৪৪.৬ হতে ২০০ জিবিপিএস-এ উন্নীত হয়েছে। বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগের জন্য SEA-ME-WE-5 কনসোর্টিয়ামে যুক্ত হয়েছে। দ্বিতীয় সাবমেরিন কেবল এ সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ ৭০০ জিবিপিএস ব্যান্ডউইডথ্ অর্জন করতে সক্ষম হবে। ** পোস্ট অফিসের মাধ্যমে মোবাইল মানি অর্ডার সার্ভিস প্রদান করা হয়েছে। বর্তমানে সমগ্র দেশে ২৭৫০ টি বিভিন্ন শ্রেণীর ডাকঘরে (সকল জেলার প্রধান ডাকঘর, সকল উপজেলা ডাকঘর ও নির্বাচিত কিছু ডাকঘরে) এ সার্ভিসটি চালু রয়েছে। দেশে ৮৩৮টি ডাকঘরে পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস প্রদান করা হচ্ছে। ** বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ ১৪,১২৭টি অতি দরিদ্র পরিবারকে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ভাতা পরিশোধ করেছে। ** ৮০০০টি গ্রামীণ পোস্ট অফিস এবং ৫০০টি উপজেলা ডাকঘরকে ই-সেন্টার হিসেবে রুপান্তরের কাজ শুরু করা হয়েছে। **‘‘তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ’’ শীর্ষক প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে ১,০০০টি গ্রামীণ ডাকঘর ভবন নির্মাণ করা হবে। উক্ত ভবনগুলির একটি কক্ষে ডাকঘর এবং অপর কক্ষে Post e-centre স্থাপন করা হবে। **সরকারী মালিকানাধীন টেলিফোন শিল্প সংস্থার মাধ্যমে দেশে ল্যাপটপ কম্পিউটার, পিএসটিএন সেট, মোবাইল ব্যাটারী চার্জার, ইলেক্ট্রিক ডিজিটাল মিটার (বিদ্যুৎ খাতের জন্য) সংযোজন এবং বাজারজাত করা হচ্ছে। ** খুলনাস্থ বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড-এ অপটিক্যাল ফাইবার কেবলের বাণিজ্যিক উৎপাদন শুরু করা হয়েছে। বিটিসিএলসহ দেশের সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানে এ কেবল সরবরাহ করা হচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ