বিভিন্ন সরকারি/বেসরকারি অফিস এ যে কোন জব এ প্রায়ই এখন বলা হয় কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে,অথবা কম্পিউটার অপারেটর পোস্টের বিজ্ঞপ্তিতে যোগ্যতা হিসেবে অনেক সময় বলা হয়,টাইপিং এ ভাল গতি থাকতে হবে,পাশাপাশি নেটওয়ার্কিং,ইলেকট্রিক মেইল আদান প্রদানসহ প্রোগ্রামিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হয়।আমার এখন জানার বিষয় হলো কোন কম্পিউটার অপারেটর কাজের জন্য কোন কোন কোর্সগুলো সম্পাদন করা জরুরী।
শেয়ার করুন বন্ধুর সাথে

এসব চাকুরীর জন্য আপনাকে কম্পিউটার 

অফিস প্রোগ্রাম অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড , মাইক্রোসফট

এক্সেল, মাইক্রোসফট এক্সেস ,পাওয়ার পয়েন্ট জানতে হবে

এবং নেট চালনায় অভিজ্ঞ হতে হবে । 

নেট চালনা বলতে তো ইমেইল আদান প্রদান, ওয়েব সাইট গাটা 

এবং কোনো তথ্য বের করা  । 

আর হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে বিজয় বাংলা এবং 

ইংলিশ টাইপিং স্পিড যত বেশি 

হবে আপনার জন্য তত ভালো । 

ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ