১.প্রথম প্রশ্ন: মেডিকেল সার্কুলার এ লিখা থাকে SSC/HSC/সমমান।তারমানে কি উন্মুক্ত থেকে Ssc/HSC পাশ করে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যাবে?

২.দ্বিতীয় প্রশ্ন: জেনারেল থেকে ২০১১ সালে JSC..২০১৪ সালে SSC.. ২০১৬ সালে HSC পাশ করার পর আবার সে যদি উন্মুক্ত থেকে SSC&HSC করতে চায় তাইলে কি 2011 সালের JSC সার্টিফিকেট দিয়ে উম্নুক্ততে SSC/HSC দিতে পারবে?


Share with your friends

১ নং উত্তর- উন্মুক্ত দিয়ে আপনি নরমালী কিছু প্যারামেডিকস কিংবা ম্যাটস কোর্স প্রাইভেটভাবে করতে পারবেন। তবে সরকারীতে বড় কোন কোর্স করতে পারবেন না, যেমন- MBBS.

২ নং উত্তর- JSC থেকে উন্মুক্ত SSC & HSC করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App