আমার কম্পিউটার চালু করলে windows load হওয়ার পর display আসে আর যায়।এটা কেন হয় জানাবেন দয়া করে। উল্লেখ্য যে আমি Dell Monitor Use করি। শুধু লিখাটা আসে আর যায় এর কয়েকদিন আগে আমার কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যেত।এন্টি ভাইরাস দিয়ে স্ক্যান করার পর সেটা ঠিক হয়ে গেছে। কিন্তু এখন যে সমস্যাটা মনিটরে হয়েছে সেটা আসলে মনিটরের সমস্যা নাকি গ্রাফিক্স আউটপুটের সমস্যা বুঝতে পারছিনা।
Share with your friends
Jahid Ahmed

Call

এই সমস্যা র‍্যাম এর হতে পারে।একবার র‍্যাম এবং মাদার বোর্ড এর র‍্যাম স্লট পরিষ্কার করে দেকতে পারেন।এতে কাজ হবে ইনশায়াল্লাহ

Talk Doctor Online in Bissoy App