আমার কম্পিউটার চালু করলে VGA Cabble Not

Connected দেখাচ্ছে। কম্পিউটার চালু

হচ্ছে না। আমি বেশ কয়েকবার ক্যাবলটা

খুলে আবার লাগালাম কিন্তু কিছুই হচ্ছে না।


Share with your friends

image

VGA ক্যাবল সিপিইউ থেকে আপনার সকল কাজের আউটপুট মনিটরে প্রদর্শন করে।  VGA Cable not Connected সমস্যার একটি কারণ হতে আপনার কানেকশন (সিপিইউ অথবা মনিটর পোর্টে) ঠিকমতো হয়নি। দ্বিতীয়ত VGA Cable টি নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে। তৃতীয়ত নিচের চিত্রের লাল চিহ্নিত স্থানে অনেকসময় দীর্ঘদিন ভাঁজ পড়ে থাকার কারণে ক্যাবলটি বাতিল হয়ে গিয়ে থাকতে পারে।

image  

চতুর্থত আপনার মনিটর অথবা মাদারবোর্ডের ভিজিএ ক্যাবল পোর্ট গুলোর যেকোনোটিও নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে। 

আপনি কানেকশনগুলো পুনরায় পরীক্ষা করে কিংবা নতুন একটি ক্যাবল কিনে লাগিয়ে সমাধানের চেষ্টা পারেন। দাম মানভেদে ২৫০ - ১০০০ টাকা পর্যন্ত।

Talk Doctor Online in Bissoy App