Unknown

Call

অবশ্যই প্রয়োজন আছে।

বাংলাতে যেমন আপনি একটা বাক্য বিভিন্নভাবে বলতে পারেন, তেমনি ইংরেজিতেও প্রায়শই একটি বাক্য বিভিন্নভাবে বলার প্রয়োজন হয়।

সবসময় একই গঠনের বাক্য ব্যবহার করলে একজন ইংরেজি জানা ব্যক্তির কাছে তা অদ্ভুত মনে হবে, আবার তাদের বিচিত্র কথা বুঝতে গেলেও আপনার Voice জানার প্রয়োজন হবে। তাছাড়া গ্রামারের প্রত্যেকটি টপিকই আপনার দক্ষতা বাড়াচ্ছে, একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ থেকে যায়... তাই কিছু শিখলাম কিছু বাদ দিলাম এই মন-মানসিকতা থাকলে ইংরেজি আজিবন খালি শিখেই যাবেন, বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেননা।

Talk Doctor Online in Bissoy App