Yakub Ali

Call

এটাকে চিকিৎসকেরা ফিভার ব্লিস্টার বা কোল্ড সোর বলেন।

সাধারণত জ্বর-ঠোসার পেছনে হারপিস সিমপ্লেক্স ভাইরাস দায়ী। শরীরে কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, যেমন কোনো সংক্রমণ বা জ্বরের পর এমন সমস্যা বেশি হয়।

জ্বর-ঠোসা হলে খানিকটা আরাম পাওয়ার জন্য আক্রান্ত স্থানে বরফ লাগানো যায়। মসলাদার ঝাল ও গরম খাবার এড়িয়ে চলুন, এগুলো ব্যথা ও জ্বালা বাড়াবে। ফেনল, মেনথল ইত্যাদি লাগালেও আরাম মেলে। চিকিৎসক চেতনানাশক জেল বা অ্যান্টিভাইরাল ক্রিম ব্যবহার করতে দিতে পারেন। জ্বর-ঠোসা হলে বারবার ওখানে হাত দেবেন না। কেননা ওই হাতের মাধ্যমে এই ভাইরাস চোখ ও দেহের অন্যান্য স্থানে ছড়াবে। কখনো হাত লেগে গেলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলুন। আক্রান্ত ব্যক্তির রুমাল, টিস্যু বা তোয়ালে অন্যরা ব্যবহার করবেন না। টুথব্রাশটা পাল্টে ফেলুন, আরো প্রয়োজনীয় পরামর্শের জন্য

মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সাক্ষাত

করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ