ডিমান্ডের কথা যদি বলেন, তবে
বলবো দুটো বিষয়েরই ডিমান্ড সমান । 

এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ন তা হলো ভালো রেজাল্ট ।

একটা চাকরির বোর্ডে
দুইটি বিষয়ে অনার্স পুড়ুয়া দুটো ছাত্রের মধ্যে 
চাকরিদাতা অবশ্যই দেখবে কার রেজাল্ট ভালো 
এবং যোগ্যতাসম্পন্ন তাকেই কিন্তু নির্বাচন করবেন ।

একজন বাংলাতে অনার্স করে বিসিএস ক্যাডার হচ্ছে
আবার অপরদিকে ইংলিশে অনার্স করেও একটা চাকরি
পেতে হন্যে হয়ে দৌড়াতে হয় । 
এর কারণটা অবশ্যই আপনাকে বুঝিয়ে দিতে হবে না, 
তাইনা??


তাই বলবো আপনার যে বিষয়ে পড়তে ভালো লাগে সেই বিষয়েই অনার্স পড়ুন
এবং ভালো রেজাল্ট করুন । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জাতীয়, পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের সাবজেক্টগুলোর প্রথম সারি থেকে শেষ পর্যন্ত হল।১.ইংরজি ২.আইন ৩.অর্থনীতি ৪.রাষ্ট্রবিজ্ঞান ৫.সমাজবিজ্ঞান ৬.সমাজকর্ম ৭.ভূগোল ৮.বাংলা ৯. ইতিহাস ১০.ইসলামের ইতিহাস ১১.দর্শন ১২.তথ্য বিজ্ঞান ১৩.জনসংখ্যার বিজ্ঞান । সেক্ষেত্রে বলা যায় যে, সমাজবিজ্ঞানের চেয়ে রাষ্ট্রবিজ্ঞান ভাল ও ডিমান্ডের সাবজেক্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ