Call

নামাজের ভিতর আপনি যদি বুঝতে পারেন যে, আপনার বায়ু নির্গত হয়েছে তাহলে আপনাকে নামাজ ছেড়ে দিয়ে পুনরায় ওজু করে নামাজ পড়তে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
হযরত আয়শা রা. বলেন,



عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ: ” إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَأْخُذْ بِأَنْفِهِ ثُمَّ لِيَنْصَرِفْ “.



রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, তোমাদের কেউ যদি নামাযে ‘বায়ূ ত্যাগ’ করে, তাহলে সে যেন নাক চেপে ধরে নামাযের স্থান থেকে বের যায়। (অতঃপর অযু করে বাকী নামায পূর্ণ করে)। (সুনানে আবু দাউদ হা. ১১১৪)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নামাযের মধ্যে যদি বায়ু নির্গত হয়, তাহলে মুনফারিদ,

মুক্তাদির জন্য সাথে সাথে নামায ছেড়ে দিয়ে, পূণরায় অযু করে

নামায পড়া উত্তম। আর, ইমাম যদি সাহেব এমন অবস্থার শিকার হোন, তাহলে সাথে সাথে ছেড়ে দেওয়া আফদ্বল তথা অতি উত্তম। তবে, প্রত্যেকে  যদি চায়  বিনা করতে, তাহলে  তাও পারবে। 

উল্লেখ্য যে, বায়ু যখন নির্গত হয়, তখন  ডানে সালাম ফিরিয়ে নামায ভাঙ্গতে হবে। তবে, বিনা  করার ইচ্ছা থাকলে, এমন করবে না। 

সুত্র:- বেহেশতি জেওর। পৃ: ১৫২

যদি না বুঝেন, মন্তব্য করবেন।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ