থিওরি অফ রিলেটিভি হল সহজ ভাষায় আপনার সাথে আমার গতির তুলনা করা। এখানে একটি থিওরী হল আমি আপ্নার থেকে যত দ্রুত দৌড়াব আমার বয়স আপনার বয়িসের তুলনায় তত কম হবে। আবার আমার ভর আপ্নার ভর অপেক্ষা কম হবে। এবং আমার উচ্চতা আপনার উচ্চতা হতে বেশী হবে। এর কয়েকটি সুত্র আছে।

m0 = আদি ভর

m= v গতিতে ভর

t0= আদি সময়

t= v গতিতে সময়

l0= আদি দৈর্ঘ্য

l= v গতিতে দৈর্ঘ্য

c= আলোর বেগ 


m=m0/√(1-v2/c2)

t=t0/√(1-v2/c2)

I0=l/√(1-v2/c2) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ