আমি স্ট্রীট চা স্টল দিতে চাই । স্টল, কেটলি, কাপ, স্টোভ, টুল, বেন্চ সহ বিস্তারিত খরচের নমুনা জানতে চাই । প্লিজ হেল্প ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দেখুন সেই ভাবে বলা সম্ভব হবে না কিন্ত ধারণা দিতে পারবো। প্রয়োজনীয় উপরকরণ ও তার দামঃ স্টলঃ এই ক্ষেত্রে আপনি কেমন স্টল নিবেন সেটার উপর নির্ভর করবে। কেটলি ৩ টাঃ ২০০০ টাকা কাপঃ ১৫ পিচ→৫০০-৬০০ টাকা স্টোভঃ ৫০০ টাকা তবে ভালো গুলার দাম বেশি। টুলঃ ১৫০-২০০ টাকা বেঞ্চঃ ৩০০-৪০০ টাকা সব মিলিয়েঃ ৩ হাজার থেকে ৪ হাজার এর মধ্যে হয়ে যাবে। আশা করছি। বিঃদ্রঃ বর্তমানে কেরোসিন এর দাম বেশি আর স্টোভ এ অনেক বেশি কেরোসিন পুড়ে তাই আপনি গ্যাস এর চুলা ব্যাবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি চা স্টল দেন তাহলে প্রথমে দোকান ভাড়া নিতে হবে এতে প্রাই ১০০০ টাকা হতে পাড়ে।আর সব ঊপকরন কিনতে প্রাই ৭০০০ থেকে ৮০০০ টাকা খরছ হতে পাড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

আপনার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আপনার ইচ্ছা ও সাজানোর উপকরণ এর উপর। স্থান নির্বাচন ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেটলি, কাপ ও অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিতে আপনার ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লাগবে। আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ