আমার কিছুদিন থেকে কোস্টকাঠিন্ন থাকায় পায়খানার রাস্তা একটু ফুলে গেছে। এটা পায়খানা করার পর টের পাওয়া যায় । আগে জালাপোড়া করতো বাট,এখন করে না, কখন ও অবশ্য রক্তপাত হয় নি। । । সামনে মাসে আমার সেনাবাহিনীতে মাঠ রয়েছে। প্লিজ হেল্প করুন,কিভাবে আমার এই ফুলাটা কমে যাবে।। । আমি কি ঔষধ খাবো??? প্লিজ,প্লিজ,প্লিজ
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোষ্ঠকাটিন্যের কারণে মলদ্বার ফুলে যাওয়া, জ্বালাপোড়া করা, মলদ্বার ফেটে যাওয়ার মত সমস্যা হতে পারে|এসব সমস্যা সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠকাটিন্য|কোষ্ঠকাটিন্য প্রতিরোধ করতে না পারলে পাইলসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে| তাই প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাদ্য, পানি ও শাকসবজি গ্রহণ করেন|ইসভগুলের ভূষি খাওয়া ভীষন উপকারী|তাই নিয়মিত ইসভগুলের ভূষি খেতে পারেন|বেশি বেশি নরম ও পানীয় জাতীয় খাদ্য গ্রহণ করেন|এছাড়া অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কিছু দিন দেখুন যদি ঠিক না হয়ে যায় তাহলে সমস্যাটি জটিল হওয়ার আগেই রেজিস্টার্ড একজন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে ট্রিটমেন্ট নিন - ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ