Call

Science এ কমার্স এর তুলনায় খরচ বেশি । কারন science এ একটু বেশি প্রাইভেট পড়তে হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

প্রাতিষ্ঠানিক সকল খরচ এক।  পড়ালেখার আনুষাঙ্গিক

জিনিস গুলো কেনার দিক দিয়েও দুটি বিভাগেরই প্রায়

সমান খরচ হয়। সাধারণ মানুষ ভাবে বিজ্ঞান বিভাগে 

পড়লেই অতিরিক্ত ভাবে টিউশানি করতে হয়, এটা সম্পূর্ণ

ভুল। টিউশানি করবেন কি না এটা আপনার ব্যাক্তিগত

খরচের খাতে অন্তভূর্ক্ত। কমার্স বিভাগ নিয়েও অনেকে 

টিউশানি করে বেশি টাকা খরচ করে একজন বিজ্ঞান 

বিভাগের শিক্ষার্থীর থেকে। যুক্তি দিয়ে অনেকে এটা বলবে 

যে কমার্স বিভাগের বই পুস্তকের তুলনায় বিজ্ঞান বিভাগের

বই পুস্তক অনেকটাই কঠিন। এটা ঠিক যে কমার্সের শিক্ষার্থী

হতে বিজ্ঞানের শিক্ষার্থীদের একটু বেশিই বুদ্ধি থাকতে হয়।

কিন্তু এর জন্য কি বিজ্ঞান বিভাগ খরচের জন্য দায়ী...?

শিক্ষামন্ত্রী ও অনেক সরকারের মতে একজন শিক্ষার্থী

নিয়মিত ক্লাস করলে ও বাসায় পড়ালেখা করলে তার 

অতিরিক্ত কোনো টিউশানি করা লাগে না। 

সাধারণত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অন্যন্য বিভাগের

শিক্ষার্থীদের তুলনায় টিউশানিতে খরচ বেশি করে থাকে তাই

সাধারণ প্রেক্ষাপটে বিজ্ঞান বিভাগে খরচ বেশি। কিন্তু

বাস্তবে আপনার উপরই নির্ভর করছে খরচের বিষয়টি।

# সাধারণত বর্তমান যুগের শিক্ষার্থীরা টিউশনি/অতিরিক্ত

কোচিং করাকে স্টাইল হিসাবে ধরে নেয়, অনেকেই কাছের

বন্ধু টিউশনি করে তাই সেও টিউশনি করে। 

# আপনার নিজের লক্ষ্যকে ভালবাসুন এবং সে অনুযায়ী

বিভাগ নির্ধারিত করুন, খরচের বিষয়টি না ভাবলেও হবে।

বলে রাখা ভালো যে আপনি যদি পড়ালেখায় দূর্বল ধরনের

শিক্ষার্থী হয়ে থাকেন, বিশেষ করে গণিত ও ইংরেজিতে

তাহলে বিজ্ঞান বিভাগ আপনার জন্য নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ