Call

বিসমিল্লাহির রহমানির রাহীম, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি,বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ,আমার শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ভাইবোনদের কে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি ।


শিক্ষাজীবনের একটা স্তরে ইতি টেনে আর একটা স্তরে পৌঁছাতে আজ আমাদের চলে যেতে হচ্ছে এ প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে । দুঃখ ভরা মন নিয়ে মনে বারবার আসছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান । যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র । কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব না । দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এ প্রতিষ্ঠান হতে অমূল্য রতন শিক্ষা অর্জন করেছি ।আজ সত্যিকারে বুঝতে পারছি বিদায় কি,আর অনুভব করতে পারছি এর গভীরতা,আজ এমন একটি দিন যেদিন বিদায় নিতে হবে এ শিক্ষালয় থেকে ।  বাস্তবতার কাছে আজ আমাদের হার মানতে হচ্ছে,যাদের পদ-চারণায় এই বিদ্যালয় প্রাঙ্গণ পেয়েছিল সস্তিত নি:শ্বাস  আজ তাদের কে বিদায় দিতে হবে, "যেতে নাহি দিতে চাই,তবু যেতে দিতে হয়" এই বাক্যের কাছে নতি স্বীকার করে আজ তোমাদেরকে আমাদের বিদায় দিতে হবে,জীবনের তাড়নায়,আর সামনে এগুনোর পথকে প্রশস্ত করতে ।এ প্রতিষ্ঠানে অধ্যয়নকালে অজান্তে অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছি,ছোট ভাইবোন দের সঠিক দিক নির্দেশনা দিতে অনেক সময় খারাপ আচরণ করতে হয়েছে কিন্তু এটা শুধুমাত্র তোমাদের মঙ্গল কামনায় কৃতকাজ ।অনেক সময় শিক্ষকদের অসম্মান করেছি,তাদের অবাধ্য হয়েছি এসব ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি ।আর মনের অজান্তে কখনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন ।
যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই প্রতিষ্ঠানের উন্নতি এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। - ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ