১/সপ্তাহে ২-৩দিন ধোনে পাতা হালকা ছেচে ঠোটে লাগবেন দেখবেন কালোদাগ দূর হবে।

২/লেবুর রস একটা দারুন ক্লিনিজ।লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোটে লাগান দেখবেন কালোভাব দূর হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

  • আপনি নিচের নিয়মগুলো মেনেচলুন।
  • আশা করি ঠিক হয়ে যাবে। 

. চা বা কফির যদি পানের অভ্যাস যদি বেশি থাকে তবে সেটার পরিমাণনে কমিয়ে দিনে  এক থেকে দুই বার করুন।

২. মদ বা অ্যালকোহল সবসময় এড়িয়ে চলুন।

৩. লেবুর রস একটা দারুন ক্লিনিজ।লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোটে লাগান দেখবেন কালোভাব দূর হবে।

৪. পারলে ধনে পাতার রস ঠোটে মাখান কারণ ধনে পাতার রস ঠোঁটের কালোভাব দূর করে থাকে।

৫. সকালে যখন ব্রাশ করবেন তখন ব্রাজ দ্বারা ঠোটের উপর হালকাভাবে ঘষবেণ।দেখবেন ঠোটের মরা কোষগুলো উঠে যাবে।

৬. কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মুলতানি মাটির সাথে মিশিয়ে ঠোঁটে লাগান , দেখবেন ঠোঁটের কালোভাব দূর হবে।

৭. যদি ঠোঁটের কোনা কালো হয় তবে শসা ও পাতিলেবুর রস একসাথে মিশিয়ে প্রতিদিন ৩-৪ বার লাগান। অনেক উপকার পাবেন।

৮. ঠোটের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজলের মিশ্রণ।

৯.পানিকে জীবনের সঙ্গী করুন .প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

১০. ঠোটে অযথা কৃত্রিম দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকুন।প্রস্তুত করকের সিল বো হলোগ্রাম দেখে ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ