Call

TIENS - তিয়ানশি

7 May 2016 at 14:21 · 

নেটওর্য়াক মার্কেটিং কি এবং কেন?

নেটওর্য়াক মার্কেটিং ক্রেতার কাছে পণ্য পৌছে দেবার এটি পদ্ধতি যেখানে মধ্যস্বত্তভোগী খুচরো বিক্রেতার পারিবর্তে ব্যবহার করা হয় সতন্ত্র পরিবেশকগনের একটি নেটওয়ার্ক।

পণ্য বিক্রির লভ্যাংশ খচরা বিক্রেতার পরিবর্তে তিয়ানশরি সতন্ত্র পরিবেশকগণ প্রাপ্ত হন।

মুখে মুখে প্রচার নীতি হচ্চে নেটওয়ার্ক মার্কেটিং এর ভিত্তি। যেকোন ব্যবসা যারা গুনগত মানসম্পন্ন পণ্য প্রস্তুত করে থাকে তারা এই শক্তিশালী প্রচার মাধ্যম সম্পর্কে অবগত আছেন। নেটওয়ার্ক মার্কেটিং এ বিঙ্গাপন এর কোন দরকার নেই, বরং ওই অর্থ টুকু দ্বরা একই দামে আরো ভালো পণ্য প্রস্তুত করা হয়ে থাকে,যা ক্রেতাদেন জন্য অত্যন্ত সুসংবাদ।

মুখে মুথে প্রচার নীতি অনেকটা ফলপ্যসূত, সত্যি কথা বলতে কি জীবনে প্রতিটি দিনিই আমরা অন্য মানুষের ব্যবসা সম্পর্কে বলে বেড়াই কোন রকম প্রাপ্তি ব্যতীতই । তিয়ানশী এই মুখ মুখে প্রচারনীতি গ্রহন করেছে এবং এর ফলে যদি কোন পণ্য বিক্রি হয় তবে সেই ক্ষেত্রে পুরুস্করের ব্যবস্থা রেখেছে।

তাই শুধুমাত্র ব্যবসাহিক সুবিধাগুলো আপনার বন্ধুদের সাথে ভাগকরে নেওয়ার মাধ্যমে আপনেও হয়রতা একটি বিশাল আয়ের দিকে এগিয়ে যেতে পারবেন।




https://m.facebook.com/permalink.php?story_fbid=551746791662137&id=424031361100348

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ