শেয়ার করুন বন্ধুর সাথে
amirupu

Call

ভর :

  1. কোন বস্তুর উপস্থিত মোট পদার্থের পরিমাণ কে ভর বলে।
  2. স্থান ভেদে  ভরের পরির্তন হয় না
  3. নিক্তি দিয়ে মাপা হয়।
  4. m দিয়ে প্রকাশ করা হয়।
  5. একক কেজি।
  6. ধ্রুব রাশি।
  7. অনুর উপর নির্ভর করে।
ওজন :
  1. কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষন করে তাই ওজন।
  2. স্থান ভেদে পরিবর্তন হয়।
  3. স্পিরিং নিক্তি দিয়ে মাপা হয়।
  4. w দ্বারা প্রকাশ করা হয়।
  5. একক নিউটন।
  6. ভেক্টর রাশি।
  7. অভিকর্ষজ ত্বরনের উপর নির্ভর করে।  
  8. w=mg
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AhsaniPriya

Call

ভর ও ওজনের পার্থক্য নিচে দেওয়া হলো: কোন বস্তুতে পদার্থের পরিমানই হচ্ছে ভর।অপরদিকে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তা হচ্ছে বস্তুটির ওজন।অবস্থানভেদে বস্তুর ভর পরিবর্তিত হয় না।পক্ষান্তরে, বিভিন্ন অবস্থানে বস্তুর ওজন বিভিন্ন হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ