আমার samsung j1 2016 মোবাইল তা রিসেট দিয়াছি কিন্তু এখন জিমেইল ছাড়া ওটা আর চালু করতে পারছি না। আবার ওটাতে আগে যে জিমেইল দেয়া ছিল তা ভুলে গেছি, এখন কি জিমেইল ছাড়া আমার মোবাইলটা চালু করতে পার না? 


Share with your friends

Call

এটা গুগলের চমৎকার একটি পলিছি,,,, আপনাকে অবশ্যই আগে sync করা একটি জিমেইল দিয়ে লগিন করতে হবে। এটা প্রমান করার জন্য যে আপনিই এই মোবাইলের স্বত্বাধিকারী। প্রয়োজনে জিমেইল ঠিক করে নিন। নাম্বার ভেরিফাই করে।

Talk Doctor Online in Bissoy App

ফ্লাশ দিলে আরকোন সময় জি মেইল আইডি চাইবেনা।ফ্লাশ দিতে ১০০ টাকা নিবে।মোবাইল এর কোন সমস্যা হয় না।

Talk Doctor Online in Bissoy App

আমি উক্ত মোবাইল অনেক কয়বার রিসেট দিয়ে জি-মেইল ছাড়া অন করেছি। যেখানে জি-মেইল চাচ্ছে তার পাশে Skip লেখা দেখতে পাবেন। Skip লেখাতে ক্লিক করলে আর জি-মেইল চাবে না।

Talk Doctor Online in Bissoy App