Call

এমন সমস্যা সমাধান করা যায়। আপনার আরেকটা ফোন লাগবে। ভালো ফোনে ৪০০-৫০০ এমবি থাকতে হবে। তারপর hotspot চালু করে ঐ ফোনে wifi কানেক্ট করতে হবে। এর পর জিমেইল দিয়ারর পর পর ফোন অঅটোমেটিক কাজ করবে। আপডেট হবার পর ফোন অটোমেটিক খুলে যাবে। এমন সমস্যা আমি একবার নিজেই সমধান করেছিলাম। আরো জানতে মন্তব্য করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্যামসান কিছু কিছু মোবাইল এর প্রথম যে জিমেইল আই ডি দেওয়া হয় পরে সেট ফেক্টরী রিস্টার করলে প্রথম যে জিমেল আইডি দেওয়া হয়েছে সেই জিমেল ছাড়া সেট ওপেন হয় না।একান্ত প্রথম জিমেল মনে না থাকলে সেট ফ্লাশ দিতে হয়।তাতে সেটের কোন সমস্যা হয় না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ