বিতর্ক প্রতিযোগিতা দিতে চাচ্ছি স্কুল এ। বিতর্কের বিষয় "শুধু পাঠ্যপুস্তক পাঠ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের বাঁধা।" এ সম্পর্কে কোথাও কিছু খুজে পাচ্ছি না। Kindly একটু সাহায্য করলে কৃতঙ্গ থাকব। শুধু কিছু উক্তি বা এরকম কিছু তথ্য হলেও চলবে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Sam

Call

পাঠ্যপুস্তক পাঠের জ্ঞান হল একটি সীমাবদ্ধ জ্ঞান | পাঠ্যপুস্তক পাঠ করে শিক্ষার্থী সেই সকল বিষয়েই জ্ঞান অর্জন করতে পারে যা সেই বইয়ে আছে | তাই এর দ্বারা শিক্ষার্থীর সৃজনশীলতা ক্ষমতা বৃদ্ধি পায় না |

কিন্তু যদি শিক্ষার্থী পরিবেশ থেকে হাতেকলমে কোনো শিক্ষা অর্জন করে সেই শিক্ষাই হবে প্রকৃত শিক্ষা যার কোনো শেষ নেই | বাস্তব জীবণে হাতেকলমে শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থী নিজে থেকে অনেকে কিছু সৃষ্টি করতে পারে| তাই হাতেকলমে শিক্ষা অর্জন শিক্ষার্থীকে সৃজনশীলতার ক্ষমতার দিক দিয়ে প্রচুর পরিমাণে এগিয়ে রাখে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ