Share with your friends
ArfanAli

Call

লেকচার এবং পাঞ্জেরি গাইড ও টেস্ট পেপার সবচেয়ে ভালো হবে। তবে লেকচার তুলনামূলকভাবে পাঞ্জেরির চেয়ে ভালো হবে। পাঞ্জেরিতে একটু কঠিন করে সমাধান দেওয়া থাকে। তাই আমার মতে লেকচার সবচেয়ে ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

গাইড ছাড়া পড়ার চেষ্টা করেন|সবচেয়ে বেশি সফলতা লাভ করবেন|প্রচুর পরিমাণে টেক্সট বই অনুশীলন করতে হবে|সাথে স্কেল ও কলম রাখুন| টিকের জন্য গুরুত্বপূর্ণ মনে হলে আন্ডারলাইন করে রাখুন|এতে একসাথে নৈর্ব্যত্তিক ও সৃজনশীল পড়া হয়ে যাবে| যদি গাইড পড়তে চান তবে আপনাকে ডাবল পড়তে হবে|নৈর্ব্যক্তিকের জন্য আলাদা ও সৃজনশীলের জন্য আলাদা|তাই বোর্ড বই বেশি বেশি অধ্যয়ন করেন| আর গাইড কিনতে চাইলে লেকচার বা পাঞ্জেরী সিরিজের বই কিনতে পারেন|

Talk Doctor Online in Bissoy App

এখানে একেক জনে একেক ধরণের মতামত দিবে যা আপনার জন্য বিভ্রান্তিকর হতে পারে । তাই আমি বলছি আপনি গাইড না পড়ে মেইন বই পড়েন। আশা করি আপনার অনেক ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আমার মতে আপনি পাঞ্জেরী গাইডটা কিনুন। এর প্রশ্নের উত্তর গুলো খুবই সহজ সরল, সুন্দর এবং মানসম্মত। তবে বই সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা রাখতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

লেকচার এবং পাঞ্জেরী এই দুইটার মধ্যে নিতে পারেন৷ বই কেনার আগে নিজে বইটি দেখুন, আপনার পক্ষে বুঝতে সমস্যা হচ্ছে কিনা? যে বইটির ভাষাবিন্যাস সহজ-সাবলীল ও বুঝতে সমস্যা হবে না, সেই বইটিই নিন৷ The Royal Publications এর বইগুলো দেখতে পারেন৷

Talk Doctor Online in Bissoy App
Call

নরমাল সাব্জেক্টগুলোর জন্য লেকচার, পাঞ্জেরী।

ইংরেজির জন্য স্কয়ার, অনুপম, অ্যাডভান্স।

বাংলার জন্য অ্যাটলাস, পুথিনিলয়।

Talk Doctor Online in Bissoy App
Call

পান্জেরি গাইড টি নিতে পারেন।এর ভাষা সহজ ও সাবলীল।বুঝতে তেমন অসুবিধা হবে না।

Talk Doctor Online in Bissoy App