আমার ফেইসবুক আইডিটা ১২দিন আগে Disable হয়েছে । আমার আইডিটা ফোন নাম্বার দিয়ে খোলা ছিল কিন্তু আমি কিছু দিন আগে আবার ঐ ফোন নাম্বার দিয়ে আরেকটা আইডি খুলেছি । এখন পূর্বের পাসওয়ার্ড দিয়ে আর ফোন নাম্বার দিয়ে লগইন করলে ডিজেবল আইডিটাতে লেখা আছে your account has been disabled এবং Help Cetear এ যেতে বলে। কিন্তু হেল্প সেন্টারে গিয়ে ঐ নাম্বারটা দিলে বলে যে এই নাম্বারটি কোনো ডিজেবল আইডির সাথে মিলছে না এখন। আইডি ফিরে পাবো কীভাব ?
Share with your friends
LiveCricket

Call

আপনি আপনার  Driving License Or National ID Card ওর  Passport কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে স্ক্যান করে তারপরে  Submit করে আইডি  Recover করতে পারেন।  Cyberghost VPN use করলে ভালো হয়।   Name And Date Of Bith মিল থাকতে হবে। 

Talk Doctor Online in Bissoy App