সব প্রকাশনীর বই এর নাম ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Rakib Ahmed

Call

আপনি ভোকাবুলির জন্য সাইফুরস ভোকাবুলারি,বাংলার জন্য সোমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাকি বিষয়গুলোর জন্য এমপি থ্রি সিরিজের বইগুলো পড়তে পারেন।অামার স্যারও এইগুলো ফলো করে বিসিএস (সাধাারণ শিক্ষা) ক্যাডার হয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Arman

Call

বিসিএস প্রস্থুতির জন্য যেসব বই পড়তে হবে। বাংলা ৯ম -১০শ্রেণির ব্যাকরণ বই ভাষা শিক্ষা > হায়াত মামুদ (ব্যাকরণের জন্য ) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা > ড. সৌমিত্র শেখর হুমায়ূন আজাদের লাল নীল দীপাবলি [বাংলা ভাষার ইতিহাসের জন্য] (গোটা বই পড়া দরকার নাই শুধু প্রাচীন যুগ ও মধ্য যুগ , আধুনিক যুগ > সৌমিত্র শেখরের বই ও গাইড থেকে। গাইড >>> এমপিথ্রি<> বাংলা(বিভিন্ন সালের ও চাকরির পরীক্ষার প্রশ্ন দেখার জন্য ) ——————– ইংরেজি —————– English for competitive exam .(বিসিএস সহ চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ করার জন্য এই বই খুব ভালো করে পড়তে হবে) অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার বই সহ যেকোনও ভালো মানের ইংরেজী ব্যকরণ বই( advanced learners ,জাকির হোসেনের A passage to the English language বইটা ভালো , পিসি দাশ এর টাও ভালো) Grammar+idioms +preposition – Advance functional english by Kashem & Mohiuddin, Cliffs TOEFL, Literature – ABC of english literature বিসিএস ইংরেজি সাহিত্য সংকলন > মো: আশরাফুল ইসলাম সোহেল। Literature >> এ বিগত সালে আসা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো বেশ করে গুরুত্বদিতে হবে। ———————- গণিত ———– ৭-১২শ্রেণির গণিত (সিলেবাস অনুযাযী কিছু টপিকস, সব নয়) সাথে ওরাকল গাণিতিক যুক্তি(সর্টকাট আছে) সাথে এমথ্রি গণিত রিভিউ টা থাকা ভালো ————————– ভূগোল,পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্হাপনা (10marks).2.নৈতিকতা,মুল্যবোধ ও সুশাসন(10 marks). —————– মাধ্যমিক ভূগোল- ক্লাস ৯(৪চ্যাপ্টার ) প্রফেসর মোঃ মোজাম্মেল হক রচিত একাদশ-দ্বাদশ শ্রেণীর ‘পৌরনীতি ও সুশাসন’ বই ২টা চ্যাপ্টার) বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা >>৯-১০শ্রেণি সংবিধান > আরিফ খানের সংবিধান দুর্যোগ ব্যাবস্হাপনা> ভুগোল ও বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা এবং গাইড থেকে (প্রফেসর‘স ) —————————– কম্পিউটার ————— তথ্য প্রযুক্তি>> ৯-১২ শ্রেণির তথ্য প্রযুক্তি ও কম্পিউটার বই সমূহ । প্রকৌশলী মুজিবুর রহমান রচিত “উচ্চমাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বই গাইড >>> ইজি কম্পিউটার —————————- বিজ্ঞান ————- সাধারণ বিজ্ঞান ( মানবিকের) > ৯-১০ পদার্থ> ৯-১০ রসায়ন> ৯-১০ জীব >-৯-১০ এই বইগুলো থেকে সিলেবাস অনুযায়ী কিছু কিছু চ্যাপ্টার পড়তে হবে। গাইড >> ওরাকল বিজ্ঞান ——————- সাধারণ জ্ঞান —————– বাংলাদেশ ও আন্তর্জাতিক <>> এমপি থ্রি 9-10 শ্রেণির বাংলাদেশে ও বিশ্ব পরিচয় । বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা collected

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ