শেয়ার করুন বন্ধুর সাথে
rjrahman

Call

মায়ের দুধে শর্করার পরিমান ৭.৪ গ্রাম আর গরুর দুধে ৪.৬ গ্রাম প্রায় অর্ধেক। গরুর দুধে প্রচুর পরিমান আমিষ থাকে যা শিশুর জন্য মাত্রাতিরিক্ত আর মায়ের দুধে পরিমান মতো। শিশুর মস্তিষ্কের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় টরিন থাকে মায়ের দুধে। শরীরের তরলের আণবিক চাপ বজায় রাখার জন্যও গরুর দুধের চেয়ে ময়ের দুধ উপযোগী। তাছাড়া প্রয়োজনীয় সকল ভিটামিন গরুর দুধের চেয়ে ময়ের দুধে বেশি।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ