ArfanAli

Call

লেকচার এবং পাঞ্জেরি টেস্টপেপার সবচেয়ে ভালো। তবে আমার মতে লেকচারটাই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সম্পূর্ন টেস্ট পেপার ও বোর্ড বই পরলে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি চাইলে বেশ কিছু কিনতে পারেন।

সৃজনশীল প্রশ্নের বিষয়গুলোর জন্য পাঞ্জেরী এবং লেকচার।

গণিতের জন্য অনুপম এর টেস্ট পেপার নিবেন। কারণ এতে প্রচুর অনুশীলনীর জন্য সৃজনশীল এবং এমসিকিউ রয়েছে।

বাংলা ২য় পত্রের ব্যকরণ সাইটের জন্য পুথিনিলয় এবং রচনামূলক সাইটের জন্য অ্যাটলাস। চাইলে শুধু অ্যাটলাসও নিতে পারেন।

ইংরেজি ২য় পত্রের জন্য অ্যাডভান্সই যথেষ্ট। তবে পিসি দাসের অরিজিনাল বইটি কিনে নিতে পারেন। 

ইংরেজি ১ম পত্রের জন্য অ্যাডভান্স, স্কয়ার এবং অনুপম এর টেস্ট পেপারস। এর রিটেন সাইট সব গুলি থেকেই দেখবেন যেহেতু কোনটি আসবে আপনি জানেন না। তবে গুরুত্বপূর্ণগুলি সবগুলি এবং ইন্টারনেট মিলিয়ে তৈরি করে নিবেন। 

আর যদি শুধু একটি কিনতে চান তবে লেকচার কিনুন। তবে আমার মনে উপরে যেগুলো বললাম সবগুলোই যদি কিনেন তবে ভালো ফলাফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ