শেয়ার করুন বন্ধুর সাথে

জীবন চলতে হলে অর্থের প্রয়োজন। আর অতিরিক্ত অর্থ ও অনর্থের কোপানলে পড়েও মানুষ ধ্বংস হয়। জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজনীয়তা অপরিহার্য। পার্থিব জীবনে অর্থ বিত্তই মানুষের একান্ত কামনা। অর্থসম্পদের মোহে মানুষ জীবন সংগ্রাম লিপ্ত হয়। মানুষ কাঙ্খিত অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে,নানা প্রতিকূল অবস্থা মোকাবেলা করে। বর্তমান পৃথিবীতে একমাত্র অর্থের মাপকাঠি দ্বারাই প্রতিপত্তি ও সম্মান নির্ণীত হয়। বিপদাপদে,উৎসবে,জন্ম-মৃত্যুতে জীবনের প্রতিটি ক্ষেত্রেই অর্থের প্রয়োজন। তাই মীর মশাররফ হোসেন দুঃখ করে বলেছেন, "জন্ম মাত্র টাকা,জীবনে টাকা,জীবনান্তে টাকা,জগতে টাকার খেলা।"। পৃথিবীর সমস্ত অমঙ্গলের জন্য অর্থই দায়ী। অর্থের লোভে নীতি বর্জিত হয়ে মানুষ অহরহ নানা দুষ্কর্মে লিপ্ত হয়। অবক্ষয়ের কারণ হয়ে দাড়ায়। পৃথিবীর যত দ্বন্দ্ব,অশান্তি ও সংগাতের মূল কারণ অর্থ। অর্থসম্পদের জন্য রাষ্ট্র যুদ্ধের উন্মাদনা জাগে,শ্রমিক মালিক মতবিরোধ বাধে এবং ভাইয়ে শুরু হয় চরম শত্রুতা।অর্থের লোভেই মানুষ মানুষকে খুন করে। তাই জগতের সব অশান্তি অনর্থের মূলেই অর্থ।অর্থের লোভেই মানুষ নৈতিকতা বিসর্জন দেয়।এই অর্থঈ মানুষের অধঃপতনের কারণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ