Atiquzzaman

Call

বংশগত/ জিনগত কারণে চুল শুষ্ক এবং রুক্ষ হলে তা নিরাময়ে শ্যাম্পুর কার্যকারিতা একেবারেই কম। তবে শুষ্ক এবং রুক্ষ চুল নিরাময়ে তেলের কার্যকারিতা তুলনামুলক অনেক বেশি। সুতারাং নিয়মিত শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি প্রতিদিন রাতে শোয়ার আগে তেল মাখুন। বিশেষ করে ক্যাস্টর বা নারিকেলতৈল ব্যবহার করুন। আশা করি অাপনার সমস্যার সমাধান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শ্যাম্পু হচ্ছে এক কার্যকর জিনিস।এতে আমরা আমাদের চুলের সমস্যা দুর করতে পারি।আর চুলের সমস্যা তখনি দুর হবে যখন তা নিয়মিত নিতে হবে।আর আমি সেই নিয়মটাই বলব। ১।গোসল করার সময় এক মগ পানি চুলে নিয়ে শ্যাম্পু লাগিয়ে ৫মিনিট গোসার পর।পানি দিয়ে দুয়ে ফেলুন।তারপর গোসল শেষে আবার চুলে শ্যাম্পু লাগিয়ে ৫মিনিট রাখার পর দুয়ে ফেলে গোসল শেষ করুন। আর হ্যা শ্যাম্পু প্রতিদিন নেয়া যাবে না।এতে আপনার চুল উঠতে পারে।৩-৫ দিন পর পর নিতে পারেন। তখন আপনার চুল এক সায়িজের আসবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

চুল ভাল রাখতে নিচের নিয়মগুলো মেনে চলুন ঃ 

১। শ্যাম্পু পরিবর্তন করুন । 

২। শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যাবহার করুন । 

৩। শ্যাম্পু ব্যাবহার কমাতে হবে ।

৪। ধুলাবালির জন্য সমস্যা বাড়ে , তাই ধুলাবালি এড়িয়ে চলুন । 

৫। মাঝে মাঝে চুলে শাইনিং করাতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ