অনিচ্ছাকৃত ভাবে কেউ খুন করলে তার

 শাস্তি কি হয়..?


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

খুন ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত নাকি সে

হত্যাকারী নয়...এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে 

আদালত। প্রমাণের উপর ভিত্তি করেই 

সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং-  কেউ

কারো নামে অকারনে মামলা করলে তখন

না পালিয়ে উপযুক্ত প্রমাণ দর্শাতে হবে যে নির্দোষের।

যদি প্রমাণ দর্শাতে ব্যার্থ হন এবং বিপক্ষ প্রমাণ 

করতে সক্ষম হয় যে সে হত্যাকারী তাহলে 

সে হত্যাকারী বলে বিবেচিত আইনের বিচারে। 

ধারা ৩০২ খুনের শাস্তি

যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হইবে এবং তদুপরি অর্থদন্ডে দন্ডনীয় হইবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ