Call

২৩০। কুতয়বা ও মূসা’দ্দাদ (রহঃ) সুলায়মান ইবনুূু ইয়াসর (রহঃ) থেবে বর্ণিত, ‘আমি ‘আয়িশা (রাঃ)-কে কাপড়ে লাগা বীর্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ’ তিনি বললেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম। তিনি কাপড় ধোয়ার ভিজা দাগ নিয়ে সালাতে (নামাযে) বের হতেন। 

উপরে উল্লেখিত  বোখারী শরীফের হাদিস থেকে স্পষ্ট প্রতিয়মান হয় যে, পাতলা রস বা মজি বা বিয' বের হয় এবং তা কাপড়ে লেগে যায়  সে স্থানটুক ধুয়ে ফেললে কাপড়  পবিত্র হয়ে যায়। তবে সন্দেহ থাকলে পুরা কাপড়টাই ধুয়ে ফেলা উত্তম।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি কাপড়ে মজি লাগে আর ভেজা থাকে তাহলে যে জায়গায় লাগে ঐ জায়গা পানি দিয়ে ধুয়ে নেবে, শুকিয়ে গেলে কিছুই করতে হবেনা, ঐ কাপড়েই নামায পড়তে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ