আমার বাবা সরকারি চাকুরীজীবী ছিলেন। কিছুদিন আগে তিনি মারা যান। মারা যাওয়ার সময় আমার বাবা আমাদের ২ ভাই, ৩ বোন ও মা(সৎ মা) রেখে যান। আমরা ১ ভাই ও ১ বোন আগের সংসারের এবং ২ বোন ১ ভাই ও সৎ মা পরের সংসারের। পরের সংসারে ১ ভাই(বয়স৮), ১ বোন(বয়স৭) নাবালক।

এখন,  প্রশ্ন হচ্ছে এই নাবালকদের পেনশনের টাকা কে গ্রহণ করবে???


শেয়ার করুন বন্ধুর সাথে
tusarmia80

Call

পেনসনের টাকা তার ১ম স্ত্রি গ্রহন করবে। ১ম স্ত্রির অনুস্থিতে তার ২য় স্ত্রি গ্রহন করতে পারবে। ২য় স্ত্রিও যদি না থাকে, তবে তার বড় সম্তান গ্রহন করতে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ