monsur14

Call

পুরাতন কবর হলো পবিত্র এবং সংরক্ষিত বোঝাতে ব্যাবহার হয়েথাকে, তাবিজের কাজ হয়েগেল তবিজ দাতা ঐ সংরক্ষিত স্থানে ফেলেদিতে বলেন, আবার খারাপ উদ্দেশ্যে অনেক ওঝা এটা বলেথাকেন, তখন কবর খানা মেইন ভেন্যু হিসেবে কাজ করে, পরের কাজ টা ভালোনা, খারাপ উদ্দেশ্য হলে এব্যাপারে তওবা করুণ, আর এসমস্ত জিনিষ নদীতে ফেলা ঊত্তম কাজ|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমত, তাবিজ- কবজ ইসলামে সুস্পষ্ট হারাম। সেটা কুরআন থেকে হোক বা অন্য কিছু থেকে হোক। কারন বিভিন্ন হাদীসে একে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। রাসুল সাঃ বলেন, "من تعلق التميمة فقد اشرك" অর্থাৎ " যে ব্যক্তি তাবিজ-কবজ লটকালো, সে শির্ক করলো।" (মুস্নাদে আহমাদ) দ্বিয়ীত, আপনার প্রাইভেট টিউটর আপনাকে যে কাজ করতে বলেছে, এটা আরেক ধরনের ভ্রষ্টতা। আপনি যদি তখন বালেগ হয়ে থাকেন, তবে আল্লাহ্‌র কাছে এখনি তওবা করুন। আল্লাহ আমাদের হেফাযত করুন। আমীন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সম্ভব হলে তাবিজটি তুলে নষ্ট করে দিবেন যথাযথ নিয়মে। তাবিজ নষ্ট করার নির্দিষ্ট নিয়ম আছে।     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ