অবশ্যই রেম এবং প্রসেসরের প্রতি

গুরুত্ব দিতে হবে। প্রসেসর অন্তত

Core i3 এবং রেম ৪ জিবি হতে হবে।

এরচেয়ে নিম্নমানের কনফিগারেশনের 

ল্যাপটপ কিনে লাভ নেই। স্লো কাজ

করে।

এইচপি কিংবা ডেল কোম্পানির ল্যাপটপ 

নিতে পারেন। এদের ল্যাপটপ মোটামুটি 

ভালো। এই দামে এই কনফিগারেশনের 

পেতেও পারেন। না পেলে আরো দুই তিন

হাজার টাকা বাড়িয়ে নেবেন, ভালো হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ