একটা মাসআলা আমরা প্রায় সবাইই জানি

যে, রোজা অবস্থায় পানাহার কিংবা সহবাস

করলে রোজা ভঙ্গ হয়ে যায়। 

আরেকটা মাসআলাও আমরা অনেকেই জানি

যে, রোজা অবস্থায় হস্তমৈথুন করলেও রোজা

ভেঙে যায়। তবে কিছু কিছু মানুষ এই

মাসআলাটি জানে না।  তাই এই পোস্ট।

মাসআলা: রোজা অবস্থায় হস্তমৈথুন করলে

রোজা ভঙ্গ হয়ে যায়। আজকালকার

যুবকদের মধ্যে হস্তমৈথুনের প্রবনতা খুব

বেশি। তাই সাবধান! অন্য সময়ও হস্তমৈথুন

করা ঠিক নয়। আর রোজা অবস্থায় 

কোনো ক্রমেই হস্তমৈথুন করা যাবে না।

করলে রোজা ভেঙে যাবে।

এক্ষেত্রে বীর্যপাত হওয়া হল প্রধান বিষয়।

অর্থাৎ,  নিজ ইচ্ছায় হস্তমৈথুন,

বিছানার সঙ্গে ঘষাঘষি বা যে কোনো 

ভাবে বীর্যপাত ঘটালেই রোজা ভেঙে যাবে। 

তাই সাবধান!

উল্লেখ্য, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে

রোজার কোনো ক্ষতি হয় না। 


শেয়ার করুন বন্ধুর সাথে