চর্চা করতে হবে নিয়মিত।

আপনি s.m Zakir সারের A passage to the english language বইটি পড়ে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি প্রাইমারি লেভেলের বই গুলো দিয়ে ইংরেজি চর্চা শুরু করেন। Be verb,Have verb,there,tense এই গুলো একদম ভালোবাভে শিখেন R H methood of learning english এই ইউটিউ চ্যানেলের ফ্রিহ্যান্ড রাইটিং ভিডিও গুলা দেখেন অবশ্যই আপনি ইংরেজিতে ভাল করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

স্পোকেন শেখার জন্য এই বইগুলি যথেষ্ট। কোনো প্রাইভেট পড়েও আপনি এতোকিছু এতোসহজে শিখতে পারেবন না।

1. Natural Spoken English

2. How to Speak English fluently (Book- 1, 2)

3. A high-Level English Course (Book- 2, 3)

4. Effective Listening and Smooth Pronunciation

5. Modern English Conversation

 

রাইটিং স্কিলের জন্য মাত্র ৩ টি বই যোগাড় করুন।

  1. Universal Writing Skills
  2. Effective Writing Skills for Advanced Learners
  3. Thinking and Writing

সবগুলি বইযের লেখক: Writer: S M Zakir Hussain

 

বই যোগাড় করতে পারবেন ঢাকার নীলক্ষেত থেকে অথবা কুরিয়ারে সকল বই পেতে যোগাযোগ করুন লেখকের সহকারি'র Facebook page -এ। নিচের লিংকে প্রবেশ করুন: https://web.facebook.com/bookbrbdotcom/?_rdc=1&_rdr

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি আপনাকে কিছু পরামর্শ দিচ্ছি,আপনি অন্তত একমাস সেটা ফলো করে দেখতে পারেন।আপনার যদি ইম্প্রুভ হয় তবে সেটা কন্টিনিউ করবেন।আর এখানে বলে রাখি একমাস,  দুইমাসে পুরো ইংরেজি ভাষা আপনাকে কেউ শিখিয়ে দিতে পারবে এমনটা আশা করবেন না।

এবার আসি মূল কথায়:

১.আপনি এই এক মাসের জন্য একটা ঘন্টা ফিক্সড করে নিবেন।প্রতিদিন একঘন্টা আপনাকে সময় দিতে হবে।

২.যেই এক ঘন্টা আপনি ফিক্সড করবেন তার প্রথম ৩০ মিনিট আপনি নবম-দশম শ্রেনীর ইংরেজি পাঠ্য বইটি পরবেন।

৩.পাঠ্য বইয়ে যেই শব্দগুলো অজানা থাকবে সেগুলো খাতায় নোট রাখুন।

৪. নোট রাখা শব্দগুলো আপনি ডিকশনারি থেকে বের করে নিবেন।এখানে অবশ্যই মোবাইল ডিকশিনারি ব্যাবহার থেকে বিরত থাকবেন।

৫.পরবর্তী ৩০ মিনিট আপনি ইংরেজি পত্রিকা পরবেন।এখানে বলে রাখা ভালো আপনি তুলনামূলক যেই বিষয়গুলোর প্রতি আগ্রহী [ কেউ বিনোদন, কেউ খেলাধুলা, কেউ আবা আন্তর্জাতিক বিষয়ের প্রতি আগ্রহী হয়ে থাকে] সেই বিষয়গুলোই প্রতিদিন পড়ার চেষ্টা করবেন।

অথবা চাইলে শুধুমাত্র শিরোনামগুলো পড়ে সেগুলোর অর্থ বুঝতে চেষ্টা করুন।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

ভুলত্রুটি ক্ষমা করবেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ