তো ফেসবুকে আমার মাদ্রাসার সার্চ দিলে এরকম আসে না, আমি এটা তৈরি করতে চাই এবং প্রোফাইল পিক ও দিতে চাই ঐ এড স্কুল পেজ টাতে তা কেমনে তৈরি করবো? আর পিক টা কেমনে দিবো?
Share with your friends

এভাবে করতে হলে আগে থেকেই ফেসবুকে ওই নামে একটি পেজ থাকতে হবে- যে পেজে প্রোফাইল পিকচারও থাকবে। এটা আপনি Add School অপশনে করতে পারবেন না। এটা Create Page অপশনে করতে হবে। সবচেয়ে ভালো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অফিসিয়ালি করলে। এরপরও আপনি নিজেও করতে পারবেন। এজন্য আপনি ফেসবুকে ঢুকে Menu তে ক্লিক করুন। এরপর Create Page এ ক্লিক করে ওই প্রতিষ্ঠানের নামে একটি পেজ খুলুন। প্রতিটি কাজ নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করুন। প্রোফাইল পিকচার সেট করুন। এবার আপনার প্রোফাইলের এবাউটে Add School অপশনে গিয়ে পেজের নামটা লিখুন। দেখবেন, প্রোফাইল পিকচার সহ আপনার ওই পেজটা চলে আসবে। এবার সাবমিট করলেই হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App