উচ্চারণ-আল্লাহু ম্মাগ ফিরলী ওয়ার হামনি ওয়ার যুক্কনী । অর্থ-হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে রিজিক দিন । [হানীফি মাযহাবে এই দোয়া পড়া হয় না, কেউ যদি হানীফি মাযহাব এর হয়ে থাকেন তাহলে এই সময এক তসবী পড়তে যে সময় লাগে , সেই সময় পর্যন্ত বিরতি দিয়ে পুনঃরায় সেজদায় যাওয়া।] কথাটা কতটুকু সত্য ? হানাফি মাজহাবের কেউ না জেনে পড়লে কি সমস্যা?? আর যদি না পড়ি তো কি নামাজ ভুল হবে????
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

দুই সিজদার মাঝখানে দোয়া পড়া  বাধ্যতামূলক

নয় অর্থাৎ  ফরজ নয় তাই এ সময়ে নিশ্চুপ

থাকলেও গোনাহ নেই বা নামাজের কোনো ভুল হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুই সেজদার মাঝে দুয়া পরা মুস্তাহাব৷ না পরলে গুনা হবেনা৷৷৷


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ