বয়সান্ধি কালে অনেকের ই এরকম সমস্যা হয়ে থাকে, আপনি নিয়মিত ভাবে আপনার মুখ পরিষ্কার রাখুন,আর জখন ই  বাহির হতে ঘরে আসবেন নিজের মুখ পানি দিয়ে ধুয়ে নিবেন,আশা করি এই সমস্যা সমাধান হয়ে জাবে,তারপরেও না হলে ডাক্তারের  কাছে জান ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হালকা সাদা দাগ??? যার ফলে কি  মুখের স্কিনের কোন জায়গা  বেশি সাদা কোন জায়গা কালো দেখাচ্ছে??? তাহলে আপনি আয়ুরবেদিক স্কিনোভিট নামক তরল তুলা দিয়ে দিনে ৩/৪ বার মুখে লাগাতে পারেন।।।সেরে গেলে ও কয়েক দিন ব্যবহার করুন ভাল ফল পাবেন।(আমার একই সমস্যায় স্কিনোভিট ব্যবহার করে ভাল ফল পেয়েছিলাম)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সমস্যাটি আপনি চাইলেই ঘরোয়া পদ্ধতিতে সমাধান করতে পারেন....এর জন্য দরকার হবে বেকিং পাউডার , বাড়িতে বেকিং পাউডার না থাকলে বাজার থেকে কিনে আনুন এবং প্রতিদিন এক চা-চামচ বেকিং পাউডারের সহিত এক চা-চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন ,আশা করি এভাবে নিয়মিত ব্যবহারে আপনার মুখের সাদাকালো দাগ উঠে যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ABCMUMIN

Call

এ বয়সে এরূপ অনেকেরই হয়ে থাকে যা বয়স বাড়তে বাড়তে ঠিক হয়ে যায়। তবে দাগগুলো যদি দিনদিন স্পষ্টতর হতে থাকে তাহলে দ্রুত একজন বিজ্ঞ স্কীন ষ্পেশালিষ্টের শরণাপন্ন হওয়াই শ্রেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ