যেসব সদস্যের পয়েন্ট একশোর কম, তাদের উত্তর সরাসরি যোগ হয় না। বরং প্রশাসনের কাছে পেন্ডিংয়ে থাকে। যদি উত্তরটি সঠিক ও মানসম্মত হয়, তবেই উত্তর অনুমোদন পায় এবং যোগ হয়। আর যদি উত্তর ভুল কিংবা উদ্ভট হয়, তাহলে সেই উত্তর প্রত্যাখাত হয় এবং এমতাবস্থায় উত্তর যোগ হয় না। তাই সঠিক ও মানসম্মত উত্তর দিন, অবশ্যই আপনার উত্তর যোগ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ